চার জেলায় বন্দুকযুদ্ধে নিহত চার

ডেস্ক রিপোর্ট – দেশের চারজেলায় পৃথক বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোরে এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। জেলাগুলো হলো-ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও মেহেরপুর।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নবী হোসেন (৪৭) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোর সোয়া ৫টার দিকে এ ‘বন্দুকযুদ্ধে’ ঘটনা ঘটে।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, ভোরে ঢাকা উদ্যান এলাকায় পূর্বনির্ধারিত র‌্যাবের চেকপোস্ট চলছিল। এ সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একদল অস্ত্রধারী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে মাদক সম্রাট নবী গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ঘোষণা করেন।

এ সময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলিসহ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ‘বন্দুকযুদ্ধে’ র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলেও জানান কমান্ডার মহিউদ্দিন।

কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ কাশেম (৩২) নামের এক ইয়াবা বিক্রেতা নিহত হয়েছেন। পুলিশের দাবি এ ঘটনায় টেকনাফ থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত কাশেম টেকনাফের হোয়াইক্যংয়ের পশ্চিম সাতঘরিয়াপাড়া পাহাড়ী এলাকার আনু মিয়ার ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন- টেকনাফ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অহিদুল ইসলাম, কনেস্টেবল হাবিব হোসেন ও তুহিন আহম্মেদ। বুধবার (১০ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে পশ্চিম সাতঘরিয়াপাড়া পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি এসআই দিপাংকর সঙ্গীয় ফোর্সসহ একাধিক মামলার পলাতক আসামি মোহাম্মদ কাশেমকে গ্রেফতার করেন।পরে তার স্বীকারোক্তি মতে রাত সাড়ে ১২ টার দিকে তাকে নিয়ে হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়াপাড়া সাকিনের পাহাড়ের নিচে ইছহাক মাস্টারের গোপন আস্তানায় অভিযান চালায়।

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে মাদক বিক্রেতা দু’পক্ষের গুলিবিনিময়ে ফজলুর রহমান ওরফে ফজু (৪৫) নামে একজন নিহত হয়েছেন। বুধবার (১১ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ফজলুর গাংনী উপজেলার কাজিপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার  জানান, হাড়াভাঙ্গা মাদ্রাসার কাছে মাদক কারবারীদের দু’পক্ষের গুলিবিনিময় হচ্ছে, এমন খবরে রাতে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি ওয়ান শুটারগান ও এক কেজি গাঁজা জব্দ করা হয়। তিনি আরও জানান, স্থানীয়রা নিহত ব্যক্তির নাম ফজলুর বলে শনাক্ত করেছেন। মাদক কারবারীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

চট্টগ্রাম: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. দেলোয়ার হোসেন (৩২) নামে এক জলদস্যু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোরে বাঁশখালী উপজেলার ছোট ছনুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই এলাকার নুরুল আলমের ছেলে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবারসহ ৪টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বাংলানিউজকে বলেন, ‘ছোট ছনুয়া এলাকায় জলদস্যুদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দেলোয়ার হোসেন নামে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।’

তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবারসহ ৪টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত দেলোয়ারের বিরুদ্ধে বাঁশখালীসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলা রয়েছে বলে জানান মো. মাশকুর রহমান।

আরও খবর