সদর উপজেলার নির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের গেজেট প্রকাশ

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল

কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে বিজয়ীদের সরকারী গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন প্রশাসন শাখা থেকে এ গেজেট প্রকাশ করা হয়।

গত ৩১ মার্চ কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে বিজয়ী হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত কায়সারুল হক জুয়েল। দুই জন শক্তিশালী প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে পরাজিত করে প্রথমবারের মতো নির্বাচনীয় রাজনীতির মাঠে এসে বাজিমাত করেন জুয়েল।

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন রশিদ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন হামিদা তাহের। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাদের নাম নির্বাচন কমিশন গেজেট আকারে প্রকাশ করে।

আরও খবর