সাইফুল ইসলাম:
কক্সবাজার জেলা সদর হাসপাতালে ফের বহিরাগতদের হামলা। ৮ এপ্রিল (সোমবার) বিকেল আড়াঁইটার দিকে ইন্টার্নি ডাক্তারদের উপর আবারও হামলার এ ঘটনাটি ঘটে।
হামলাকারীদের মধ্যে তাৎক্ষনিক আয়াত উল্লাহ জুয়েল নামে এক ব্যক্তিকে ধরে ফেললো হাসপাতাল কর্তৃপক্ষ।
পরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অভিহিত করেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাৎক্ষনিক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিনাত শহীদ পিংকি সদর হাসপাতালে পুলিশসহ গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক হামলাকারী মো. আয়াত উল্লাহ জুয়েলকে সরকারী কাজে বাঁধা ও হামলা করার অভিযোগে ৩ দিনের জেল দিয়ে কারাগারে প্রেরণ করার আদেশ দেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিনাত শহীদ পিংকি জানান, জেলা প্রশাসক মো. কামাল হোসেনের নির্দেশে এখন থেকে সরকারী কাজে বাঁধাদানকারীকে মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত আইনের আওতায় আনা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-