পেকুয়ায় পলাতক আসামী গ্রেপ্তার

পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় মোঃ মোকাদ্দেস নামের এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৭এপ্রিল) রাতে পেকুয়া থানার উপ সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) আবু ছৈয়দের নেতৃত্বে একদল পুলিশ বারবাকিয়া ইউনিয়নের ফাঁসিয়াখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মোঃ মোকাদ্দেস একই এলাকার সাবের আহমদের ছেলে।

এএসআই আবু ছৈয়দ বলেন, মোকাদ্দেসের বিরুদ্ধে একটি নারী নির্যাতন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, মোঃ মোকাদ্দেসকে সোমবার আদালতে প্রেরণ করা হবে।

আরও খবর