উখিয়ায় মুক্তি কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের উদ্বোধন

বার্তা পরিবেশক

আজ রবিবার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে Bureau of Population, Refugees Migration (BPRM) rঅর্থায়নে Action Against Hunger এর কারিগরি সহযোগিতায় মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত ÍevwqZ “Comprehensive nutrition response to address acute malnutrition among vulnerable populations living in registered camp, Makeshift, settlements, spontaneous refugee settlements and in the host community” প্রকল্পে পালংখালী ইউনিয়নের ৯টি গ্রামে ৬টি কাজের বিনিময় অর্থ কর্মসূচী প্রকল্প উদ্ধোধন করা হয়েছে।
উক্ত কাজের বিনিময় অর্থ কর্মসুচীর উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আ: গফুর বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেনAction Against Hunger Gi Program Manager (PM) FSL & DRR মো: আব্দুর রাজ্জাক ও মুক্তি কক্সবাজার এর ইচজগ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: ফয়সাল বারী,ইউপি সদস্য মো: মোজাফ্ফার হোসেন ও তোফায়েল আহমেদ ।
মুক্তি কক্সবাজার এর BPRM প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: ফয়সাল বারী উক্ত অনুষ্ঠানে বলেন যে, এই প্রকল্পের অধীনে পালংখালী ইউনিয়নে মাটির রাস্তা মেরামত ও খাল খননের ৬টি স্কীমের অধীনে ৫৪০ জন সুবিধাভোগী প্রতিমাসে ১২দিন কাজ করবেন ২ মাসে ২৪ দিন কাজ করবেন এবং দৈনিক মজুরী হিসেবে ৩৫০টাকা করে ২৪দিন কাজ করে ৮৪০০টাকা পাবেন। এ ছাড়াও এই প্রকল্পের অধীন আরো ২৪০জন সুবিধাভোগী শর্তহীন অর্থ পাবেন অর্থাৎ যাহারা বয়স্ক, প্রতিবন্ধি, দীর্ঘদিন অসুস্থ্য, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা তাহারাই এ সুবিধার আওতায় আসবেন।
তিনি আরো বলেন যে পালংখালী ইউনিয়নে মাটির রাস্তা মেরামত ও খাল খননের জন্য মাটি কাটার উপকরণ হিসেবে কোদাল,ঝুড়ি, বেলচা,দুরমুচ,পাট্টা,কলসী, জগ, গ্লাস, মগ, বাশ, বস্তা, প্রাথমিক চিকিৎসা বক্স বিতরন করা হয়।
উদ্ধোধনী অনুষ্ঠানে Action Against Hunger Gi Program Manager (PM) FSL & DRR মো: আব্দুর রাজ্জাক বলেন যে, মুক্তি ককসবাজার, এসিএফ ও পালংখালী ইউনিয়ন পরিষদ মিলে এ প্রকল্প বাস্তবায়ন করছে। তাই আপনারা এ কাজটি সুন্দরভাবে সম্পন্ন করবেন বলে আশা রাখি।


উদ্ধোধনী অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন যে, এ ইউনিয়নে মুক্তি কক্সবাজার ও এসিএফ দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করে আসছে তাই তাদের কাজের বিষয় আমার কোন অভিযোগ নেই তবে প্রকল্পগুলো সুন্দরভাবে বাস্তবায়নের জন্য ইউনিয়ন পরিষদ সার্বিক সহযোগিতা প্রদান করবে।
তিনি সুবিধাভোগিদের উদ্দেশ্যে বলেন যে, আপনারা কাজ করবেন টাকা নিবেন তবে কোন ব্যক্তিকে টাকা পয়সা দিবেন না যদি কোন ব্যক্তি টাকা পয়সা লেনদেন করেন তাহলে পরবর্তীতে তাকে কোন সংস্থা হতে আর কোন প্রকার সহায়তা প্রদান করা হবে না।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য মো: মোজাফ্ফার হোসেন, মো: তোফায়েল আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন মুক্তি ককসবাজার এর প্রকল্প কর্মকর্তা সোহেল ঘোষ, জুয়েল কুমার ধর অর্জন ও কমিউনিটি ফ্যাসিলিটেটর মো: নাসির উদ্দিন, অপু দাস, ছোটন দাস ও এসিএফ এর সহ প্রকল্প কর্মকর্তা পল প্রমূখ।
উল্লেখ্য যে ৬টি স্কীমের মধ্যে ২টি স্কীম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপস্থিত থেকে কাজের উপকরন ও কাজ উদ্ধোধন করেন।

আরও খবর