
শাহিদ মোস্তফা শাহিদ, সদর
উপকূলীয় উপজেলা কুতুবদিয়ার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী জিয়াউল হককে ঈদগাঁও থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জিয়াউল হক দক্ষিণ ধুরুং কাঁচাচান পাড়ার আজিজুল হকের ছেলে বলে জানা গেছে।
৬ এপ্রিল শনিবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ফেরদৌসের নির্দেশ ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের সহযোগিতায় ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকার জনৈক ব্যক্তির কলোনি থেকে থাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান,গ্রেপ্তারকৃত জিয়াউল হকের বিরুদ্ধে কুতুবদিয়া থানা ও আদালতে ৪ টি মামলার গ্রেপ্তারী পরোয়ানাসহ একটি মামলায় ২ বছরের সাজা ছিল। (মামলা নং-নারী-১৩১১/১৮,এনজিআর ০৪/১৭, জিআর ৯৬/১৭,সিআর ০৬/১৭) দীর্ঘদিন কুতুবদিয়া থেকে পলাতক হয়ে ঈদগাঁওতে এসে অবস্থান করছিল। এদিন গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থানার এএসআই সজল কান্তি দাশের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। একইদিন রাতে তাকে কুতুবদিয়া থানায় নিয়ে যাওয়া হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-