পেকুয়ায় পুলিশের উপর হামলা মামলার আসামী অস্ত্রসহ আটক

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় পুলিশের উপর হামলা মামলার আসামী জামাল উদ্দিনকে(৩৮) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। তিনি রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়ার মোঃ শাহালমের পুত্র।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়াস্থ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে।

এসআই সুমন সরকার বলেন, গ্রেফতারকৃত জামাল হোসেন বিরুদ্ধে পুলিশের উপর হামলা, ডাকাতি ও হত্যাসহ কয়েকটি মামলা চলমান রয়েছে। জামাল দূর্ধর্ষ ডাকাত। পুলিশ তাকে গ্রেফতার করতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে অাসছিল। সর্বশেষ বদিউদ্দিন পাড়াস্থ তার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

তবে পরিবারের পক্ষ থেকে তার মা উম্মে ছফার দাবী তার ছেলেকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে। পুলিশ তাকে অাটক করার সময় ইউপির চেয়ারম্যান ছৈয়দ নুর উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান ছৈয়দ নুর বলেন, জামাল হোসেনের বিরুদ্ধে মামলা রয়েছে। আটকের সময় আমি উপস্থিত ছিলাম। তার কাছ থেকে পুলিশ কোন ধরণের অস্ত্র পায়নি। তাকে ফাঁসানো হয়েছে।

আরও খবর