কক্সবাজার সদর হাসপাতালে চলছে ধর্মঘট, চিকিৎসা সেবা বন্ধ

বিশেষ প্রতিবেদক :

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ কারণে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে কক্সবাজার সদর হাসপাতালের কর্মরত চিকিৎসকরা। পাশাপাশি প্রধান ফটকে ব্যারিকেড দিয়ে কোনো রোগীকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না তারা।

শনিবার (৬ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়েছে ধর্মঘট। ঠিক কতক্ষণ নাগাদ এ ধর্মঘট চলবে তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে হাসপাতালের চিকিৎসকদের ওপর হামলা ও ভাঙচুর করা হয়। এর সুষ্ঠু বিচার ও আসামিদের গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার রাত থেকে ধর্মঘটের ডাক দেয় ইন্টার্ন চিকিৎসক পরিষদ।

এদিকে এ বিষয়ে কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বিধান পাল জানান, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

এ রিপোর্ট লেখা (দুপুর পৌনে ১২টা) পর্যন্ত চিকিৎসকরা ব্যারিকেড দিয়ে চিকিৎসা সেবা বন্ধ রেখেছে।

এদিকে হঠাৎ এই ধর্মঘটের কারণে চরম বিপাকে পড়েছে রোগীরা। তারা দ্রুত এ সমস্যার সমাধান করার দাবি জানিয়েছে।

আরও খবর