জনসচেতনতা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সবার সহযোগিতা চেয়েছেন কাউন্সিলর পাখি ও ইয়াছমিন

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল

আসছে বর্ষা মৌসুম। তাই আগে ভাগেই পর্যটন নগরীর বিভিন্ন এলাকায় যারা অবৈধভাবে নালা (ড্রেন) দখল দোকান ও বাড়িসহ বিভিন্ন অবৈধ স্থাপনা তৈরি করেছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষন করে জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ শুরু করেছেন কক্সবাজার পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিরা।

পৌর শহরকে সুন্দরভাবে সাজাতে মেয়র মুজিবুর রহমানের সুন্দর যোগ্যতা সম্পন্ন নেতৃত্বে পৌর প্রশাসন এবং অন্যান্য সব জনপ্রতিনিধি এ কাজ চালিয়ে যাচ্ছেন। পরিশ্রম করছেন দিনরাত।

শুক্রবার সকালের দিকে নুরপাড়া পরিদর্শনকালে পৌরসভার প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন, পৌরসভার ৩নং ওয়ার্ড এবং অন্যান্য ওয়ার্ডে যত্রতত্র ময়লা, পলিথিন জমে থাকা পানি, তথা ড্রেনের উপর দিয়ে অবৈধ দোকান, ঘর তৈরি করে রেখেছেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ দ্রুত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে পৌরসভাকে কাজ করার সহযোগিতা করুন। অন্যথায় কক্সবাজার পৌরসভা বর্ষার পানিতে তলিয়ে যাবে।

বর্তমান মেয়র জননেতা মুজিবুর রহমানের নেতৃত্বে আগামী বর্ষার আগেই ড্রেন পরিস্কার করার কাজ চলছে। এই শহর আমি, আপনি সকলের। তাই সবার সহযোগিতায় অর্থাৎ সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে জনস্বার্থে একটি সুন্দর আধুনিক শহর গড়ে তোলা সম্ভব।

একইভাবে কক্সবাজার পৌরসভার ৪, ৫ ও ৬ ওয়ার্ডের কাউন্সিলর ইয়াছমিন আক্তার পৌর এলাকার বিবিজি ক্যাম্প, সিনেমা রোড, ফুলবাগ সড়ক ড্রেন পরিস্কার করার ছবি পোষ্ট করে তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন, সকলের দোয়া ও সহযোগিতা চাই। ভুল ধরবেন না, শুধরানোর সুযোগ দিবেন আশা করি। এলাকার উন্নয়ন এবং সব ভাল কাজগুলো করতে চাই সকলের সহযোগিতায়।

আরও খবর