কক্সবাজারের মেধাবী ছাত্রী মরিয়মকে বাঁচাতে এগিয়ে আসুন

পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার মোঃ কালুর মেয়ে মোছাম্মদ মরিয়ম। নবম শ্রেনীর ছাত্রী। অল্প অায়ের পরিবারটিতে খুব কষ্টে মেয়েকে উচ্চশিক্ষিত করার স্বপ্ন ছিল পিতা মাতার। মেয়েও ছিল খুব মেধাবী। পিতা মাতার বহু কষ্টের সেই স্বপ্ন শেষ হতে চলল একটি দূর্ঘটনায় মেয়ের হাতের অাঘাত।

সেই হাতের অাঘাত ক্ষত সৃষ্টি হয়ে ঘাতক ক্যান্সারে পরিণত হয়েছে। চট্টগ্রামের চিকিৎসক বলেছেন, অবস্থা গুরুতর হলেও উন্নত চিকিৎসায় মেয়েটি ভাল হবে। কিন্তু এ পর্যন্ত যা চিকিৎসা হয়েছে পিতার শেষ সম্বল বিক্রি করে হয়েছে। তাই উন্নত চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছেনা। সর্বস্থরের সকল শ্রেনীর সকল প্রিয় মানুষদের প্রতি পিতা মোঃ কালু ও মাতা নুর জাহান বেগমের অাকুল অাবেদন অল্প সহযোগিতা করলে তার মেয়ে ভাল হয়ে অাবার স্কুলে যেতে পারবে।

মানুষ মানুষের জন্য কথাটি সত্য হলে সকলের সহযোগিতায় পিতা মাতার স্বপ্ন পরুণ করে মরিয়ম দেশ ও জনগনের সেবায় নিয়োজিত হবে।

রোগীকে অার্থিকভাবে সহযোগিতা করতে চাইলে টাকা পাঠানোর বিকাশ নাম্বার: 01876389657 (রোগির মায়ের পার্সোনাল)।

অামার প্রিয় এলাকাবাসী, বন্ধু মহল ও প্রবাসী ভাইয়েরা সহযোগিতা করতে চাইলে সাংবাদিক মোঃ ফারুক 01815-335167(পার্সোনাল)।

আরও খবর