উপদেষ্টা ড. তৌফিক ইলাহী ও বিদ্যুৎ সচিব দু’দিনের সফরে কক্সবাজারে

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস দু’দিনের সফরে কক্সবাজার এসেছেন।

বৃহস্পতিবার ৪ এপ্রিল সকালে তাঁরা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুল আফসার, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম , বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ জেলার উর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের পুস্পস্তবক দিয়ে স্বাগত জানান।

উপদেষ্টা ও সচিব কক্সবাজারে অবস্থানকালে মহেশখালীর মাতারবাড়ী, ধলঘাটায় বাস্তবায়নাধীন সরকারের মেঘাপ্রকল্প কয়লা বিদ্যুৎ কেন্দ্র গুলোর নির্মাণ কাজ, গ্যাস লাইনে স্থাপন কাজের অগ্রগতি, ভাসমান এলএনজি টার্মিনাল সহ এসংক্রান্ত বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেবেন বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।

আরও খবর