সৌদিতে হোটেলে অগ্নিকাণ্ড : প্রাণে বাঁচলেন ৭০০ ওমরাহ পালনকারী

আন্তর্জাতিক ডেস্ক – সৌদির একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সৌভাগ্যক্রমে আগুন থেকে বেঁচে গেছেন ৭শ ওমরাহ পালনকারী। হোটেলের ১২ তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।

সৌদির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, মঙ্গলবার একটি বহুতল বিশিষ্ট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মক্কা নগরীর পাশেই ওই হোটেলটিতে আগুনের ঘটনায় দ্রুত ঘটনাস্থলে পৌছায় বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা।

তারা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার পর পরই সেখান থেকে সাতশ ওমরাহ পালনকারীকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এর আগে ২০১৫ সালে মক্কার একটি আটতলা বিশিষ্ট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

আরও খবর