সীমান্তের ফ্রেন্ডশিপ ব্রীজ সংলগ্ন খেলার মাঠে বিজিবি ও বিজিপি মধ্যে ভলিবল খেলা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম উখিয়া (কক্সবাজার)

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি ও মিয়ানমার বিজিপি সাথে মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনী বিজিপির সম্প্রীতির ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৩ এপ্রিল বিকেল সাড়ে ৩ টায় উক্ত খেলা উপজেলার ঘুমধুম সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার ফ্রেন্ডশিপ সড়কের লাল ব্রীজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ২-১ সেটে বাংলাদেশের বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) জয় পায়।

উক্ত ভলিবল খেলায় বিজয়ী এবং বিজিতদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিজিবি’র রামুস্থ সেক্টর কমান্ডার মঞ্জুরুল হাসান খান বিজিবিএম।

প্রধান অতিথির বক্তব্যে বিজিবি’র সেক্টর কমান্ডার মঞ্জুরুল হাসান খান বলেছেন, মিয়ানমার সীমান্তরক্ষী বনাম বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি’র ভলিবল খেলা দু’দেশের পারস্পরিক আস্থা ও সম্পর্ক উন্নয়নে ভুমিকা রাখবে। তাই উভয় দেশের মধ্যকার সম্পীতির ভলিবল খেলা যেন দু’দেশের সম্পর্ক আরো সুদৃঢ় করবে।

ভলিবল প্রতিযোগীতায় বিশেষ অতিথি ছিলেন ৩৪ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ বিপিএম, উপ অধিনায়ক মেজর আশরাফ উল্লাহ রনি, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমন চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া সহ ৩৪ বিজিবি’র বিওপি কমান্ডার গণ প্রমুখ।এসময় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ১৭ সদস্যের প্রতিনিধি দলের হয়ে উপস্থিত থেকে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজয়ী দলের হাতে পুরস্কার বিতরণ উপস্থিত ছিলেন ১ নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর কমান্ডিং অফিসার অব লেফটেন্যান্ট কর্ণেল সোয়ে মিন্টোয়ে এবং পুলিশের লেফটেনেন্ট ক্যউ উইন হ্লাইং সহ বিজিপির প্রতিনিধি দলের অফিসার ও সদস্যরা।

আরও খবর