ডেস্ক রিপোর্ট – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে তার অফিস কক্ষে দেখা করেছেন বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল। বিশ্ব ব্যাংকের এই প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দক্ষিণ এশিয়া অঞ্চলের নগর উন্নয়ন ম্যানেজার ক্যাটালিনা মেরুল্যান্ডা।
মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তারা বাংলাদেশে সংস্থাটির অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন। বিশেষ করে লোকাল গভর্নেস সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) ও মিউনিসিপাল গভর্নেস এন্ড সারভিস প্রজেক্ট (এমজিএসপি) দুটির বাস্তবায়ন ও অগ্রগতির সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়।
বিশ্বব্যংকের প্রতিনিধি দল মন্ত্রীর নিকট বিভিন্ন প্রকল্পের অব্যবহৃত প্রায় ৭০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল কক্সবাজার, টেকনাফ ও চকরিয়াতে রোহিঙ্গা শরণার্থীদের জন্য স্থানান্তরের প্রস্তাবনা দেন।
মন্ত্রী প্রতিনিধিদলের প্রস্তাবনা মনযোগ দিয়ে শোনেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বাংলাদেশে বিশ্বব্যাংকের অংশীদারিত্ব চলমান থাকবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। এ সময় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-