শহিদুল ইসলাম উখিয়া (কক্সবাজার)
কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের তিন হাজার পাঁচশত জন মহিলার মাঝে ত্রিশ কেজি করে চাউল বিতরন করা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দ ভিজিডির চাল বিতরন কার্যক্রম শুরু হয়।
মঙ্গলবার সকাল দশটার সময় রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচীর উদ্বোধন করেন উখিয়া -টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়রুল অালম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উখিয়া -টেকনাফ অাসনের সংসদ সদস্য শাহিনা অাকতার। বক্তব্য রাখেন নবনির্বাচিত উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী,উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী রবিন,নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবি,রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসহাব উদ্দিন।
এসময় প্রধান অতিথি সংসদ সদস্য শাহিনা আকতার বলেছেন চব্বিশ হাজার মহিলা আগামী দুই বছরের জন্য খাদ্য সহায়তা হিসেবে ত্রিশ কেজি করে চাউল পাবে।শেখ হাসিনা মানে উখিয়া -টেকনাফের উন্নয়ন।
নৌকায় ভোট দিয়ে জনগন প্রতারিত হয় না। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ আলমগীর।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-