নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের কলাতলীদের চিহ্নিত চাঁদাবাজ সিন্ডিকেটের হামলায় ৫ ছাত্রলীগ নেতা আহত হয়েছে।
রোববার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কলাতলীর একটি আবাসিক হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আতিকুর রহমান রানা ( সাবেক ছাএলীগ ১২ ওয়ার্ড কমিটির সভাপতি), আসিফ চৌধুরী ( সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, ১২ নং ওয়ার্ড ছাত্রলীগ), আনছারুল করিম ( বর্তমান জেলা ছাত্রলীগগ সহ সম্পাদক), এখলাসুর রহমান ( বর্তমান ছাত্রলীগ সভাপতি ১২ নং ওয়ার্ড দক্ষিণ), মোশারফ হোসেম পারভেজ ( সাবেক সহ সভাপতি ১২ নং ওয়ার্ড ছাত্রলীগ) ও সোহেল।
আহত আতিকুর রহমান রানা বলেন, চাঁবাজিতে বাঁধা দেয়ায় পুর্ব শক্রতা জের ধরে শামসুল আলমের ছেলে ও ৬ টি গাড়ী চুরি মামলার আসামী মো. রাসেল, গোলাম কবিরের ছেলে নবী হোসেন, হাসমত আলীর ছেলে মামুনুর রশীদ, গোলাম কবিরের ছেলে আব্দুল মবিন, নুরুল ইসলাম ভেট্টু, আব্দুর রহমানের ছেলে মো. সাকিব ও জহির সওদাগরের ছেলে শফিউল আলমসহ আরও অনেকে আমাদের উপর অতর্কিত হামলা করেছে। এসময় তাদের লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। পুর্ব শত্রুতার জের ধরে (চাঁদাবাজিতে বাঁধা) তারা এ হামলা চালিয়েছে।
এদিকে এবিষয়ে কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের সবাইকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মামলার প্রস্তুতিও চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-