রাঙ্গুনিয়ায় উপজেলা চেয়ারম্যানের গাড়িচাপায় বাবা-মেয়ে নিহত, মা আহত

চট্টগ্রাম – রাঙ্গুনিয়ার শান্তির হাট এলাকায় সিএনজি অটোরিকশা ও লামা উপজেলা চেয়ারম্যানের জিপের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন এক ব্যক্তি ও তার শিশুকন্যা; দুর্ঘটনায় আহত হয়েছেন ওই ব্যক্তির স্ত্রী।

নিহতরা হলেন- রাঙ্গুনয়িা কোদালা এলাকার আবদুল আজিজ (৫০) ও তার তিন বছর বয়সী মেয়ে আফিসা।

উপজেলার শান্তিরহাট এলাকার সেলিমা কাদের ডিগ্রি কলেজের সামনে রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সকাল ১১টার দিকে রাঙ্গুনিয়ার শান্তিরহাট থেকে কোদালা ২ নম্বর ওয়ার্ডের নেছার আহমদের ছেলে আবদুল আজিজকে (৫০) চমেক জরুরি বিভাগে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই সঙ্গে নিয়ে আসা তার মেয়ে আফিফাকে (৩) প্রথমে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

গুরুতর আহত আজিজের স্ত্রী আহত তাহেরা বেগম ও অটোচালক কাঞ্চন দাশকে চিকিৎসাধীন আছেন।

রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া বলেন, সকালে কাপ্তাইমুখী লামা উপজেলা চেয়ারম্যানের পাজেরো জিপ ও চট্টগ্রামমুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও খবর