কক্সবাজার জার্নাল ডটকম :
জরুরি সফরে দু’মাসের মাথায় ফের ঢাকায় এসেছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন শ্রেনার বার্গনার। এবার তার সফরের উদ্দেশ্য রোহিঙ্গাদের স্থানান্তরে বাংলাদেশ সরকার গৃহীত পরিকল্পনার প্রস্তুতি সরজমিনে দেখা এবং এ নিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ে আলোচনা করা।
কূটনৈতিক সূত্রগুলো জাতিসংঘ দূতের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। জানিয়েছে, আজ তিনি কক্সবাজার যাচ্ছেন। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা ছাড়াও ত্রাণকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। ঢাকায় ফিরে পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায়ে তার বৈঠক-আলোচনা হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য গত ফেব্রুয়ারিতে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিলেন বার্গনার। ওই সফরে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন।
তার আগে জানুয়ারিতে তিনি প্রায় ১২ দিন মিয়ানমার কাটান। ক্রিস্টিন শ্রেনার বার্গনার বরাবরই রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমার পারস্পরিক সহযোগিতা জোরদারের তাগিদ দেন। রাখাইন রাজ্যে আস্থা ফিরিয়ে আনতে তিনি সেখানে সব জনগোষ্ঠীর সহাবস্থান এবং জীবিকার সুযোগ নিশ্চিত করার তাগিদও দিয়ে চলেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-