ডেস্ক রিপোর্ট – বগুড়ায় ট্রাকের ধাক্কায় একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী খুরশিদ আলম আহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) দিনগত রাত ৩টার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকায় তাকে বহনকারী প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি আহত হন।
সংগীতশিল্পী খুরশিদ আলমকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া শহর থেকে ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে স্থানীয় হোটেলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
জানা গেছে, ট্রাকের ধাক্কায় শিল্পীর গাড়িটি দুমড়েমুচড়ে গেছে। তার মাথা ও মুখে আঘাত লেগেছে। এছাড়া দাঁত ভেঙে গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রথমে তার সিটি স্ক্যান করা হবে। পরে অবস্থা বুঝে ঢাকায় পাঠানোর ব্যবস্থা হবে। গুণী এ সংগীতশিল্পীর চিকিৎসার জন্য সাত সদস্যের বোর্ড গঠন করা হয়েছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছে, তাকে আটকের চেষ্টা চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-