প্রস্তুত প্রশাসন

কাল সদর উপজেলার নির্বাচন: কে হচ্ছে নতুন চেয়ারম্যান?

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে কক্সবাজার সদর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে কাল ৩১ মার্চ। গত মধ্যরাত থেকেই সব ধরণের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ রয়েছে নির্বাচনী এলাকায়। এই ভোটযুদ্ধে চেয়ারম্যান পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ৯ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন মোট ১৬ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। সদর উপজেলার প্রতিটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনে নির্বাচন এবং প্রশাসন পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হয়েছে। সদর উপজেলায় ১০৮ টি ভোট কেন্দ্রে ভোটার রয়েছে ২ লাখ ৫৬ হাজার ৬৪৪ জন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কায়সারুল হক জুয়েল, আনারস প্রতীক নিয়ে সেলিম আকবর এবং ঘোড়া প্রতীক নিয়ে চারবারের কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান নুরুল আবছার ও লাঙ্গল প্রতীক নিয়ে অধ্যাপক আতিকুর রহমান প্রতিদ্ধন্ধিতা করছেন। চার চেয়ারম্যান প্রার্থীর মধ্যে নৌকার প্রার্থী কায়সারুল হক জুয়েল ভোটের মাঠে এগিয়ে রয়েছে বলে জানা গেছে। কোমর বেঁধে ভোটের লড়াইয়ে নিবার্চনী মাঠে অবস্থান করছেন আওয়ামীলীগসহ বিভিন্ন অংঙ্গ সংগঠন। কায়সারুল হক জুয়েল জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি একেএম মোজাম্মেল হকের সুযোগ্য সন্তান।

ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন, গ্যাস সিলিন্ডার প্রতীক নিয়ে কাজী রাসেল আহম্মদ নোবেল, বই প্রতীক নিয়ে রশিদ মিয়া, টিউবওয়েল প্রতীক নিয়ে আমজাদ হোসেন ছোটন, পালকি প্রতীক নিয়ে আব্দুর রহমান, উডোজাহাজ প্রতীক নিয়ে মোর্শেদ হোসেন তানিম, টিয়াপাখি প্রতীক নিয়ে হাসান মুরাদ আনাচ, চশমা প্রতীক নিয়ে কাইয়ুম উদ্দিন, মাইক প্রতীক নিয়ে বাবুল কান্তি দে, তালা প্রতীক নিয়ে কামাল উদ্দীন কামাল প্রতিদ্বন্ধিতা করছেন।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরা হলেন, ফুটবল প্রতীক নিয়ে হামিদা তাহের, প্রজাপতি প্রতীক নিয়ে হেলেনাজ তাহেরা ও পদ্মাফুল প্রতীক নিয়ে আয়েশা সিরাজ লড়ছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্তি জেলা প্রশাসক মাসেদুর রহমান মোল্লা বলেন, জেলার অন্যান্য উপজেলাগুলোতেও অনুষ্ঠিত নির্বাচন অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। সদর উপজেলার নির্বাচনও এমনভাবে সম্পন্ন করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। তাই সেভাবে প্রস্তুতি নিচ্ছি। সদর উপজেলার প্রতিটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন হবে।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর। এর স্বার্থে কাউকে ছাড় দেয়া হবে না। কেউ বিশৃঙখলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

নির্বাচন অফিস সূতে জানা যায়, কক্সবাজার সদর উপজেলার আওতাধীন কক্সবাজার পৌরসভা ও ১০টি ইউনিয়ন যথাক্রমে ইসলামপুর, ইসলামাবাদ, ঈদগাঁও, জালালাবাদ, পোকখালী, ভারুয়াখালী, চৌফলদন্ডি, খুরুশকুল, পিএমখালী, ঝিলংজায় ভোটার রয়েছে ২ লাখ ৫৬ হাজার ৬৪৪ জন। তারমধ্যে-পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ৪৪২ এবং মহিলা ভোটার-১ লাখ ২১ হাজার ২০২ জন। মোট ১০৮টি ভোটকেন্দ্রে ভোট ৬৪৮টি বুথ রয়েছে।

আরও খবর