টেকনাফ থানার অফিসার ইনচার্জ ওসি প্রদীপ কুমার দাশ ২ লাখ ইয়াবাসহ বিজিবি ও র্যাবের হাতে আটক হওয়া গুজব ফেসবুকে ছড়ানো হচ্ছে। এ নিয়ে টেকনাফসহ পুরো কক্সবাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ইয়াবা ‘মুক্ত সমাজ চাই’ নামের একটি ফেসবুক আইডি থেকে এই গুজব ছড়ানো হচ্ছে।
টেকনাফের ওসি আটকের গুজব ছড়ানো ব্যক্তিকে শনাক্ত করতে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে বলে জানিয়েছে কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেন।
শুক্রবার বিকেলে ‘ইয়াবা মুক্ত সমাজ চাই’ ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেয়া হয়
“নিখোঁজ সংবাদ!!!
টেকনাফ থানার ওসি এখন কোথায়, র্যাবের হাতে নাকি বিজিবির হাতে!
শুনা যাচ্ছে, ২০০০০০ ইয়াবা ট্যাবলেট বেচাকিনা করার সময় হাতে নাতে ধরা পরে র্যাব আর বিজিবির হাতে, এমন কথা শুনা যাচ্ছে টেকনাফের অলিগলিতে। মনে রাখবেন আল্লাহ কাজ আস্তে ধীরে, টেইলার দেখছেন পিকচার আবি বাকি হে ভাই!!!”
মাদকের ট্রানজিট পয়েন্ট টেকনাফে অক্টোবর যোগদান করেন প্রদীপ কুমার দাশ। টেকনাফ থানায় যোগদানের পর থেকে মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করে পুলিশ। এই সময় পুলিশের অভিযানে মারা গেছে অসংখ্য শীর্ষ ইয়াবা পাচারকারী। গুড়িয়ে দেয়া হচ্ছে টেকনাফের মাদক পাচারকারীদের প্রসাদ।
অভিযানের এক পর্যায়ে গত ফেব্রুয়ারিতে পুলিশের কাছে আত্মসমর্পণ করে ১০২ জন শীর্ষ ইয়াবা গডফাদার ও ব্যবসায়ী।
কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেন জানান, ফেসবুকে টেকনাফের ওসি প্রদীপ কুমার দাশকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। মূলত টেকনাফের পুলিশের মাদকবিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করতেই ইয়াবা ব্যবসায়ীরা এই অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। যেই ফেসবুক থেকে এই প্রচারণা করা হচ্ছে ও যারা এই মিথ্যা প্রচারণা উস্কে দিচ্ছে তাদের শনাক্ত করতে পুলিশের একাদিক ইউনিট কাজ করছে।
/পরিবর্তন
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-