সাবানের ভেতর স্বর্ণ

ডেস্ক রিপোর্ট – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমনবন্দরে সাবানের ভেতর থেকে ১৫ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ মোহাম্মদ রাসেল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা। শুক্রবার সন্ধ্যা ৬টায় কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটের যাত্রীকে তল্লাশি করে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউজ কর্তৃপক্ষ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে বি-শিফটের কর্মকর্তারা ইউএস বাংলার বিএস ৩১৫ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ রাসেলকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করেন ৷ যাত্রী কোনো ঘোষণা ছাড়া গ্রিণচ্যানেল পার হলে কাস্টমস কর্তৃপক্ষ তাকে চ্যালেঞ্জ করে ৷ তিনি কোনো ব্যাগেজ ঘোষণা করেননি এবং গোল্ডবার কিংবা শুল্কযোগ্য পণ্য পরিবহনের কথা অস্বীকার করেন ৷ পরে তল্লাশি চালালে তার ব্যাগে থাকা সাবানের প্যাকেট থেকে ২২০ গ্রামের স্বর্ণ (৭৯টি রিং) এবং ৯৮ গ্রাম অলঙ্কার অর্থাৎ মোট প্রায় ৩১৮ গ্রাম স্বর্ণ ও অলংকার উদ্ধার করা হয় ৷ যার বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা ৷

এ ঘটনায় বিভাগীয় মামলার প্রক্রিয়া চলছে। যাত্রী রাসেলের বাড়ি কুমিল্লা দেবিদ্বারে।

আরও খবর