ইয়াবাসহ ১৯ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট – পৃথক অভিযানে ৬৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১৯ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০। রাজধানীর ডেমরা, মুগদা ও নারায়ণগঞ্জ বন্দর থানায় মাদকবিরোধী অভিযানে তাদেরকে আটক করা হয়।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল (২৮ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে সিপিসি ১, র‌্যাব ১০ এর একটি অভিযানিক দল মেজর মো. আশরাফুল হক পিএসসি, জি এর নেতৃত্বে মুগদা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩৭০ পিস ইয়াবাসহ ১৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১১ টি মোবাইল ও ১ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।

অপর এক অভিযানে ডেমরা থানার মাতুয়াইল থেকে ১৭৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ ২ হাজার ১০০ টাকা ও ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও খবর