পাসপোর্ট করাতে এসে নকল মা সহ রোহিঙ্গা নারী আটক : কারাদন্ড

নিউজ ডেস্ক :
কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে রোহিঙ্গা নারীকে মেয়ে পরিচয়ে পাসপোর্ট করাতে এসে রোহিঙ্গা নারী সহ ২ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের ৬ মাস করে কারাদন্ড দেওয়া হয়।

কক্সবাজার পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক আবু নাঈম মাসুদ বলেন,২৮ মার্চ বেলা ১২ টার দিকে ২জন নারী পাসপোর্ট করাতে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসে। আমরা দেখেই বুঝতে পেরেছিলাম এই মহিলা গুলো একমাস আগে আবারো পাসপোর্ট করাতে এসেছিল। তখন তাদের ফেরত দেওয়া হয়েছিল কিন্ত এবার আরো পাকাপোক্ত কাগজপত্র সংগ্রহ এসেছে। তাদের আচরণ দেখে সন্দেহ হলে ৩ ঘন্টা জিঙ্গাসাবাদের পরে জানা গেছে তারা মা মেয়ে নয় বরং রোহিঙ্গা মেয়েকে পাসপোর্ট করাতে এসেছে ভূয়া মা সেজে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল আহাম্মদ বলেন,খবর পেয়ে পাসপোর্ট অফিসে গিয়ে জানা গেছে হালিমা সাদিয়া(১৮) নামের একজন নারীকে নিজের মেয়ে সেজে পাসপোর্ট করাতে এসেছে টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের বাসিন্দা খোরশিদা বেগম(৪০) কিন্তু দীর্ঘ জিঙ্গাসাবাদ করে জানা গেছে হালিমা সাদিয়ার আসল নাম মিনারা তার বাবার নাম কাসিম তাদের আসল বাড়ি মিয়ানমার ৯ মাস আগে সে মায়ানমার থেকে এসে সাবরাং এলাকার পুরানপাড়া এলাকার সব্বির আহাম্মদের বাড়িতে ছিল।

সে এখন সব্বির আহামদের মেয়ে পরিচয়ে পাসপোর্ট করতে এসেছে। এ ঘটনায় রোহিঙ্গা নারী হালিমা সাদিয়া প্রকাশ মিনারা এবং খোরশিদা বেগমকে ৬ মাস করে কারাদন্ড দেওয়া হয়েছে।

/দৈনিক কক্সাবাজার

আরও খবর