টেকনাফে সিএনজি-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ আহত-৫

গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ

টেকনাফ টু কক্সবাজার মহা সড়কের হ্নীলা এলাকায় সিএনজি-মোটর সাইকেল মুখোমুখী সংঘর্ষে ৫জন আহত হয়েছে। এদের মধ্যে মোটর চালকের অবস্থা আশংকাজনক।

তথ্য সূত্রে জানা যায়,২৮ মার্চ বিকাল ৪টারদিকে টেকনাফ হতে হ্নীলাগামী যাত্রীবাহী সিএনজি (কক্সবাজার-থ-১১-৫৩২৪) হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছলে হ্নীলা হতে টেকনাফগামী মোটর সাইকেলের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে মোটর আরোহী উলুচামরী এলাকার প্রবাসী ছৈয়দ হোছনের পুত্র নুরুল হোছাইন (২০) ও হোয়াইক্যং নয়াপাড়ার সোলতান আহমদের মেয়ে নুর নাহার নুরী (২১)সহ অজ্ঞাত আরো ৫জন আহত হয়। আহতদের মধ্যে রক্তাক্ত নুরী ও নুরুল হোছাইনকে হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নেওয়া হয়।

প্রাথমিক চিকিৎসা দিয়ে নুরীকে ছেড়ে দেওয়া হলেও নুরুল হোছাইনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আরও খবর