জুতার ভেতরে অভিনব কায়দায় ইয়াবা পাচার, কক্সবাজারের গফুর আটক

ডেস্ক রিপোর্ট- জুতার ভেতরে অভিনব কায়দায় পাচারকালে ২ হাজার পিচ ইয়াবাসহ আব্দুল গফুর (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার সন্ধ্যায় সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আব্দুল গফুর কক্সবাজার জেলার পেকুয়া থানার রাজখালি উলুদিয়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহেদুজ্জামান জানান, আব্দুল গফুর কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সিরাজগঞ্জে আসছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার জুতোর ভেতরে অভিনব কায়দায় রাখা ২ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনা বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর