ডেস্ক রিপোর্ট – চাঁদপুর একহাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোরে শহরের কাচাকলোনি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মিজানুর রহমান ও মোহাম্মদ রাসেল।
পুলিশ জানায়, আটকরা কক্সবাজারের উখিয়া থেকে চাঁদপুর হয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। মডেল থানার টহল দল শহরের কাঁচাকলোনি এলাকায় তাদের সন্দেহ করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে। এসময় তাদের কাছে ১ হাজার পাঁচ পিস ইয়াবা জব্দ করা হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দীন জানান, আটক মিজান ও রাসেলের স্বীকারোক্তিতে তারা রোহিঙ্গা বলে নিশ্চিত হওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে কোর্টে চালান দেওয়া হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-