বঞ্চিত মানুষের পাশে থাকতে চাই, ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী রাসেল

সাইফুল ইসলাম:

ন্যায্য অধিকার আদায়ে বঞ্চিত মানুষের পাশে থাকতে চাই কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে গ্যাস সিলিন্ডার প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী তরুণ নেতা কাজী রাসেল আহম্মদ নোবেল।

সদরের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডে- ক্যাম্পিং, পথসভা, গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, আপনাদের ভোটে এবং ভালবাসায় আমি যদি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে, আপনাদের জন্য বরাদ্দকৃত সদর উপজেলার এক পয়সাও নষ্ট হবে না, হবে না, হবে না। নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা ভোটের জন্য অনেকই অনেক ধরণের প্রতিশ্রুতি দিয়ে যায়। যখন নির্বাচিত হয়ে যায় তাঁরা প্রতিশ্রুতি বাস্তবায়ন করাতো দূরের কথা, এলাকার খোজ-খবরও রাখে না। আমি এমন কোন প্রতিশ্রুতি দেবো না, যা আমার পক্ষে করা সম্ভব নয়।

তিনি ভোটারদের কথা দিচ্ছেন, ১০০ পার্সন আমার উদ্যোগ থাকবে সদর উপজেলার প্রতিটি বরাদ্দ সঠিক জায়গায়, সঠিক ওয়ার্ডে, সৎ ভাবে বন্ঠন করার। যদিও সেই ওয়ার্ডে আমার ভোট বেশি বা কম হোক। তবে এর চেয়েও বেশি কিছু করতে পারবো কিনা জানি না। প্রিয় সদর উপজেলাবাসী, যাঁরা সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন তাদের চেয়ে যদি আমাকে আপনাদের দৃষ্টিতে যোগ্য মনে হয় আগামী ৩১ মার্চ আমার ও আপনাদের প্রতীক গ্যাস সিলিন্ডার মার্কায় ভোট দিন। আমি আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি।

তিনি আরও বলেন, পুরো সদর উপজেলার প্রতিটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন হবে। এখানে কারচুপি করার সুযোগ নেই। প্রশাসনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বদ্ধপরিকর। এবারে যেসব উপজেলায় নির্বাচন হয়েছে তা অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তাঁর জন্য প্রশাসনকে সাধুবাদ জানাই তরুণ এই প্রার্থী।

আগামী ৩১ মার্চ সদরের নির্বাচন সুষ্ঠু হবে এমন প্রত্যাশা করে সকল ভোটরদের ভোট দিতে যেতে আহবান জানান তিনি।

আরও খবর