বিশেষ প্রতিবেদক :
৩১ মার্চ অনুষ্ঠিতব্য কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার নাথকে নিয়োগ দেয়া হয়েছে।
আজ ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচদিন তিনি কক্সবাজার সদর উপজেলায় দায়িত্ব পালন করবেন।
নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচনোত্তর সহিংসতা রোধ করার পাশাপাশি কক্সবাজার সদর উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই তাঁকে নিয়োগ করা হচ্ছে। আজ থেকে সদর উপজেলার কোথাও নির্বাচনী সহিংসতা দেখা দিলে তিনি ঘটনাস্থলে এর বিচার নিশ্চিত করবেন। নির্বাচন কমিশনের উপ-সচিব (আইন) মোঃ শরীফ হোসেন হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, ১টি পৌরসভা এবং ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত কক্সবাজার সদর উপজেলায় ভোটার রয়েছেন ২ লাখ ৫৬ হাজার ১৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন, ১ লাখ ৩৫ হাজার ১৪ জন। নারী ভোটার রয়েছেন, ১ লাখ ২১ হাজার ৪ জন। তাঁদের জন্য কেন্দ্র স্থাপন করা হবে ১০৮টি। যাতে কক্ষ স্থাপন করা হবে ৫৪৭টি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-