কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের জাইল্যার টেকে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

চট্টগ্রাম – চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বুধবার দিবাগত রাতে প্রায় ১টায় মা-মেয়েসহ আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৫ জন গুরুতর হওয়ার সংবাদ পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া হাইওয়া থানার ওসি মো: সাইদুল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থর পরিদর্শন করেন কুমিল্লা হাইওয়ে রিজিওনের এসপি মো: নজরুল ইসলাম ও লোহাগাড়া থানার ওসি মো: সাইফুল ইসলাম।

নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী। দুর্ঘটনায় কবলিত মাইক্রোবাসের আরো ৫ জন যাত্রী আহত হয়েছেন। আহত যাত্রীদের উদ্ধার করে লোহাগাড়ায় ৩জন ও কক্সবাজারের চকরিয়ায় ২ জনে কয়েকটি হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের অবস্থা কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনায় নিহত আটজনের পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া লস্কর পাড়া এলাকার হজেরা বেগম (২৬), চুনতি খলিফার পাড়া এলাকার আবু তাহের(২২), কক্সবাজার সদরের পিএমখালীর ছনখোলা নয়াপাড়া এলাকার মো. জিসানের স্ত্রী তসলিমা আক্তার (২০), তাঁর মেয়ে সাদিয়া (২), তসলিমা আক্তারের মা হাসিনা মমতাজ (৪৫), চকরিয়ার উত্তর মেধাকচ্ছপিয়া এলাকার ভান্ডু মিয়ার ছেলে মো. নুরুল হুদা (২৫), চট্টগ্রামের লোহাগাড়ার সিকদারপাড়া এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে আফজাল হোসেন সোহেল (৩০) ও বাঁশখালীর শেখেরখীল এলাকার মো. সিদ্দিকের ছেলে মো. সায়েম (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১টার দিকে মহাসড়কের লোহাগাড়ার চুনতির জাঙ্গালিয়া নামক এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বিলাসবহুল রিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী এসি বাসের সঙ্গে কক্সবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ আটজন নিহত হন। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।

চকরিয়ার চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সাইদুল ইসলাম বলেন, বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় মা-মেয়েসহ আটজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদেরপরিচয় মিলেছে। তাঁদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর