সংবাদ বিজ্ঞপ্তি :

কক্সবাজার সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক জনাব মোহাম্মদ আব্বাছ উদ্দিন এ বছর জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন।
গত ২৪ মার্চ (রবিবার) জেলার জাতীয় শিক্ষাসপ্তাহ বাচাই কমিটির সভায় তাকে জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচন করা হয়।
তিনি রোভার স্কাউটস এর একজন Adul ledar হিসাবে ২০১০ সালে স্কাউটিং এ যোগদান করেন। তিনি স্কাউটিং এর একজন Wood badger এবং জাতীয় পর্যায়ে স্কাউটিং এর “মেডেল অফ মেরিট ” পুরস্কার প্রাপ্ত।
তিনি ২০১৮ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মেহমান হিসাবে বাংলাদেশ স্কাউটস এর পক্ষে সৌদি আরব সফর করেন এবং পবিত্র হজ্ব পালন করেন।
তিনি ইতিপূর্বে জাতীয় শিক্ষা সপ্তাহে বান্দরবান জেলায় পরপর তিন বার জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত হন। তিনি বিগত ০৭ বছর যাবত বাংলাদেশ স্কাউট বান্দরবান জেলা রোভারের সম্পাদক হিসাবে সফলতার সহিত দায়িত্ব পালন করেন।
তিনি গত বছর ০২ জুলাই অত্র কলেজে শরীর চর্চা শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘদিন ধরে তিনি বান্দরবান সরকারি মহিলা কলেজে কর্মরত ছিলেন।
তিনি উখিয়া উপজেলার ২ নং রত্না পালং ইউনিয়ন পরিষদের ভালুকিয়া পালং হিমছড়ি গ্রামের জনাব আলহাজ্ব নুর আহাম্মদ ও আলতাজ বেগমের তৃতীয় সন্তান। তিনি সকলের নিকট কৃতজ্ঞ এবং দোয়া কামনা করেন।
উল্লেখ্য, গত ২১ মার্চ বৃহস্পতিবার উপজেলায় পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ কক্সবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক হিসাবে নির্বাচিত হন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-