গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ :

প্লাষ্টিকের উপর নির্ভরশীলতা কমাতে দুই বাংলার জনগনের উপর গন-সচেতনতা সৃষ্টি করার জন্য ভারতের কলকাতা থেকে তিন বন্ধু বাইসাইকেল যোগে দীর্ঘতম পথ পাড়ি দিয়ে টেকনাফ এসে পৌছেছেন। তারা হচ্ছেন পার্থ মুখোপাধ্যায়,সুপ্রতিম মজুমদার ও মানস ঘোষ।
২৬ মার্চ মঙ্গলবার বিকালে টেকনাফের জিরো কিলোমিটারে পৌঁছার পর বিকাল ৫ টায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা ইউএনও কে শুভেচ্ছা স্বরূপ ভারতীয় পতাকা সম্বলিত উত্তরীয় পরিধান করিয়ে দেন এবং নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসানও কলকাতা থেকে আগত অতিথিদেরকে স্বাগত জানিয়ে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান এবং ক্যাপ ও উপহার সামগ্রী প্রদান করেন।
এসময় উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার, সাংবাদিক আমান উল্লাহ কবির, গিয়াস উদ্দিন ভুলু, ছৈয়দুল আমিন চৌধুরী, জিয়াবুল হক উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বলেন, ‘আজকের পৃথিবীতে আমরা দিনের পর দিন প্লাষ্টিকের উপর ভীষন ভাবে নির্ভরশীল হয়ে গেছি। এই প্লাষ্টিক যা প্রাকৃতিকভাবে শত শত বছরেও নষ্ট হয়না এবং তা পরিবেশের উপর সাংঘাতিক কুপ্রভাব ফেলেছে। তাই প্রাণীকুল আজ বিপন্ন। প্রকৃতি ও পরিবেশের এই বিরূপ প্রভাবে আগামী দিনের মানব সমাজেও এক চরম বিপদের মুখোমুখি হবে’।
এর থেকে নিজেদেরকে বাঁচাতে ও সুস্থ সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য প্লাষ্টিক সামগ্রী বর্জন করতে তারা তিন বন্ধু দুই বাংলার মানুষকে গনসচেতনতা সৃষ্টি করার জন্য এই মহতি উদ্যোগ গ্রহন করেছে।
তাদের কাছ থেকে জানা যায়,এই অভিযানটি সফল করার জন্য তারা তিন বন্ধু গত ১৬ মার্চ বাইসাইকেল যোগে ১৭ দিনে ৭’শ ৫৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে টেকনাফ পৌছেন। ২৭ মার্চ বুধবার সকালে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমন করার কথা রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-