ট্রাকে চাল বহনের আড়ালে মাদক ব্যবসা

ডেস্ক রিপোর্ট – ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরে চাল বোঝাই একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন র‍্যাব-১ এর অধিনায়ক সারওয়ার বিন কাশেম।

র‍্যাব-১ সূত্রে জানা যায়, উত্তরবঙ্গ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ একটি চাল বোঝাই ট্রাক রাজধানীতে আসছিল। গোপন সংবাদ পেয়ে ঢাকা-ময়মনসিংহ সড়কে অভিযান চালায় র‍্যাব। পরে ওই চাল বোঝাই ট্রাক থেকে ৭৫২ বোতল ফেনসিডিল ও ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় ট্রাক চালক হেলাল উদ্দিন ও হেলপার রাকু মিয়াকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‍্যাব জানায়, হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে ট্রাকে চাল, ডাল, ভুট্টা বহন করে আসছে। এসবের আড়ালে হিলি বন্দর থেকে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য রাজধানীর বিভিন্ন স্থানে পাইকারি বিক্রি করেন তিনি।

আরও খবর