উখিয়ায় ৫ ভাইস চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ডেস্ক রিপোর্ট – উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী শোচনীয়ভাবে পরাজিত হয়ে জামানত হারিয়েছেন। তবে ঐ সব প্রার্থীরা নিজেদের পরাজয় না মেনে বলেন,যেখানে ভোটই হয়নি সেখানে জামানত বাজেয়াপ্ত হওয়ার কোন সুযোগ নেই।

উখিয়ার ৫ টি ইউনিয়নে ৪৫ টি ভোট কেন্দ্রে নারী ও পুরুষ মিলে মোট ভোটার সংখ্যা এক লক্ষ বিশ হাজার ৩৩৮ জন।রোববারের উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী ৩৭ শতাংশ অর্থাৎ ৪৪ হাজার ১৬৩ ভোট গৃহীত হয়েছে। উখিয়ায় ইতিপুর্বে উখিয়া আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী কামরুন্নেছা বেবী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ফলে ঐ দুটি পদে নির্বাচন না হলেও সাধারন ভাইস চেয়ারম্যান পদে রোববার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৬ প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়েন।

রোববারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম টিউবওয়েল প্রতীকে নির্বাচিত হয়েছেন। অপর ৫ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ নেতা নূরুল হুদা পেয়েছেন ১১৬৩, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম মাহবুব পেয়েছেন ১৪৯৫, আওয়ামী আইনজীবী মোঃ রাশেল পেয়েছেন ২২২৭, স্বেচ্ছা সেবক লীগ নেতা আরফাত উর রহমান জিহান চৌধুরী পেয়েছেন ১১৫৩ ও মুক্তিযোদ্ধা রুহুল আমিন পেয়েছেন ২০ ভোট।

নির্বাচনী বিধি অনুযায়ী মোট গৃহীত ভোটের নুন্যতম আট ভাগের এক ভাগ ভোট পেলে জামানত ফেরত পাব সংশ্লিষ্ট প্রার্থীরা। উখিয়ায় ঘোষিত ফলাফল পার্যালোচনা করে দেখা যায় বিজয়ী প্রার্থী ছাড়া ভাইস চেয়ারম্যান পদে অন্য কোন প্রার্থী মোট গৃহীত ভোটের আট ভাগের এক ভাগ অতিক্রম করতে পারেননি। ফলে উখিয়ায় পাঁচ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে বলে জানা গেছে।

আরও খবর