‘আমি আছি, আমি থাকবো’

জাবেদ ইকবাল চৌধুরী

প্রিয় টেকনাফবাসী…

আসসালামু আলাইকুম। আমি কৃতজ্ঞ। আমি ঋণী। আপনারা স্বতস্ফূর্তভাবে আমাকে ভোট দিয়েছেন। ছিলো না কনো কৃত্রিমতা। সাধারন মানুষের মনে আমি। কিছু স্বার্থপর মানুষ নামের কিটের কাছে আমি আতংক। ওরা চায় না আমাকে। এর পরও আমি হাটবো। আমাকে থামানো যাবেনা।

তাই সাধারন মানুষের অধিকার হরণে ব্যস্তছিল একটি চক্র। যে চক্রটি সবসময়ই সিন্ডিকেটের ভেতরে সীমাবদ্ধ। এদের টার্গেট আমি। ঘর বাইরের চক্রটি আমাকে ঠেকানোয় যেন তাদের একমাত্র কাজ হিসেবে নিয়েছে । কারন আমাকে ঠেকানো গেলে সাধারন জনগনকে ঠকানো সহজ হয়।

যারা আমাকে উজাড় করে ভোট, সমর্থন, সহযোগিতা দিয়ে সম্মানিত করেছেন তাদের প্রতি আমার প্রতিদান দেওয়ার জন্য জীবনটা রেখে দিলাম। দেওয়ার আর আমার কিছুই নেই। তবে কথা দিলাম সাধারণ মানুষের জন্য আমার জীবন আরো বেশী নিবেদিত থাকবে। আমি অন্যায়, অবিচার অসত্যের বিরোদ্ধে লড়েই যাবো। মুখোশধারীদের স্বরূপ উন্মোচন করতে চেষ্টা অব্যাহত রাখবো। আমি আছি। আমি থাকবো। আল্লাহ সহায়।

আরও খবর