মোঃ জয়নাল আবেদিন :
কুমিল্লা বিশ্ববিদ্যলয়ে (কুবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। রবিবার কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনালে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগকে ২৩ রানে হারিয়ে প্রথম শিরোপা অর্জন করে বিভাগটি। টুর্নামেন্টে ৩য় স্থান অর্জন করে রসায়ন বিভাগ।
প্রতিটি ম্যাচে দুর্দান্ত খেলা উপহার দেওয়া আইন বিভাগের শিক্ষার্থী মুহিবুল হক রাহিম টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের মুকুট অর্জন করেন।টুর্নামেন্টের ১৬৪ রান ও ৮ উইকেট দখল করেন এই সেরা খেলোয়াড়।
ফাইনালে ১২ রান ও ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সাংবাদিকতা বিভাগের হোসনে মোবারক।
টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান করে সাংবাদিকতা বিভাগ। সর্বোচ্চ ২১ রান করে পরান। আইসিটি বিভাগের মুজাহিদ ৪ টি ও রাসেল ৩ উইকেট লাভ করে।
১১৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৯২ রানে শেষ হয় আইসিটির ইনিংস। ফলে ২৩ রানে জয় পায় সাংবাদিকতা বিভাগ। সাংবাদিকতা বিভাগের মোবারক ৩টি, আরাফাত ও মাসুম দুইটি করে উইকেট পায়।
উল্লেখ্য, গত ০৩ মার্চ শুরু হওয়া এবারের আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগ অংশগ্রহণ করে এবং ৩ই মার্চে প্রত্নতত্ত্ব বিভাগ বনাম মার্কেটিং বিভাগের উদ্বোধনী ম্যাচের মধ্যে দিয়ে এবারের আসরের যাত্রা শুরু হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-