ডেস্ক রিপোর্ট – খুলনায় ৩০ পিস ইয়াবাসহ বঙ্কিম চক্রবর্তী নামে পুলিশের একজন কনস্টেবল আটক হয়েছে।
রোববার (২৪ মার্চ) সন্ধ্যায় খুলনা নগরীর গোয়ালখালী মোড় থেকে কনস্টেবল বঙ্কিম চক্রবর্তীকে আটক করে ডিবি পুলিশ। সে পথের বাজার পুলিশ ক্যাম্পের কনস্টেবল।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনিরুজ্জামান মিঠু রাতে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পথের বাজার পুলিশ ক্যাম্পের কনস্টেবল বঙ্কিম চক্রবর্তীকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। বর্তমানে তাকে নগর ডিবি’র কার্যালয়ে রাখা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-