শাহেদ মিজান :
ভোটার উপস্থিতি আর কাস্টিং নিয়ে সকাল থেকে আলোচনায় ছিলো উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র। ভোট শেষে গণনা পর এবার মিললো আশ্চর্য্যজনক তথ্য! এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে মোট ভোট কাস্টিং হয়েছে মাত্র ৪৩ ভোট! এই নিয়ে সেখানে বেশ আলোচনা চলছে।
জানা গেছে, সকাল থেকে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারে ছিলো না। দীর্ঘ সময়ের ব্যবধানের বিচ্ছিন্নভাবে কয়েকজন ভোট দিতে এসেছিলেন। গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় গণমাধ্যমকর্মীদের চোখ ছিলো এই কেন্দ্রে। কিন্তু সে রকম কোনো কিছু পাননি তারা। শুধু দেখেছেন, ভোটগ্রহণকারী কর্মকর্তা ও আইন-শৃঙ্খল রক্ষা নিয়োজিত বাহিনীর লোকজন অলস সময় কাটিয়েছেন।
স্থানীয় সংবাদিক রফিক মাহমুদ জানান, যথারীতি ভোটগ্রহণ শেষে গণনা করা হয়। গণনা শেষে দেখা যায ৪৩ ভোট কাস্টিং হয়েছে। এর মধ্যে ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে তালা প্রতীকে পড়েছে ২২ ভোট, বই প্রতীকে পড়েছে ছয় ভোট, উড়োজাহাজ প্রতীকে পড়েছে পাঁচ ভোট এবং টিউবওয়েল প্রতীকে পড়েছে পাঁচ ভোট। বাকি পাঁচ ভোট বাতিল হয়েছে। এই কেন্দ্রে মোট ভোট সংখ্যা জানা যায়নি। তবে তিন হাজারের বেশি বলে জানা গেছে।
উল্লেখ্য, উখিয়া উপজেলায় চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধু মাতহ্র পুরুষ ভাইস-চেয়ারম্যানের ভোট গ্রহণ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-