কুরআন প্রতিযোগিতায় পুরস্কার ৬০ লাখ টাকা!

পিরামিডের দেশ মিসরে বছরজুড়ে জাতীয় ও আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজন চলে। সে কারণে মিসরীয় কারিদের কদর ও সম্মান বিশ্বব্যাপী সমাদৃত। সে কারণে দেশটির আওকাফ মন্ত্রণালয় চলতি বছরের সব কুরআন প্রতিযোগিতার পুস্কারের জন্য ১২ লাখ মিসরি পাউন্ড (৬০ লাখ টাকা) নির্ধারণ করেছেন।

জাতীয় ও আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে যে হারে পুরস্কার বিতরণ করা হবে। তাহলো-

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার পুরস্কার : ১০ লাখ ২০ হাজার পাউন্ড
> প্রথম বিভাগ : তাফসির ও মাফাহিমসহ সম্পূর্ণ কুরআন হেফজ
– প্রথম স্থান অধিকারী পাবে : ১ লাখ ৮০ হাজার পাউন্ড।
– দ্বিতীয় স্থান অধিকারী পাবে : ১ লাখ ২০ হাজার পাউন্ড।
– তৃতীয় স্থান অধিকারী পাবে : ৯০ হাজার পাউন্ড।

> দ্বিতীয় বিভাগ : সম্পূর্ণ কুরআন হেফজ (সুললিত কণ্ঠে তিলাওয়াত)
– প্রথম স্থান অধিকারী পাবে : ১ লাখ ৫০ হাজার পাউন্ড।
– দ্বিতীয় স্থান অধিকারী পাবে : ১ লাখ ২০ হাজার পাউন্ড।
– তৃতীয় স্থান অধিকারী পাবে : ৯০ হাজার পাউন্ড।

> তৃতীয় বিভাগ : সম্পূর্ণ কুরআন হেফজ (যুবকদের জন্য)
– প্রথম স্থান অধিকারী পাবে : ১ লাখ ২০ হাজার পাউন্ড।
– দ্বিতীয় স্থান অধিকারী পাবে : ৮০ হাজার পাউন্ড।
– তৃতীয় স্থান অধিকারী পাবে : ৭০ হাজার পাউন্ড।

জাতীয় কুরআন প্রতিযোগিতার পুরস্কার : ১ লাখ ৪৬ হাজার পাউন্ড
> প্রথম বিভাগ : সম্পূর্ণ কুরআন হেফজ
১ম-১০ম স্থান অধিকারী প্রত্যেকে পাবে : ৩ হাজার পাউন্ড।
১১তম-৩০তম স্থান অধিকারী পাবে : ২ হাজার পাউন্ড।
৩১তম-৪০তম স্থান অধিকারী পাবে : দেড় হাজার পাউন্ড।

> দ্বিতীয় বিভাগ : সাড়ে ২২ পারা হেফজ
১ম-১০ম স্থান অধিকারী পাবে : ২ হাজার পাউন্ড।
১১ থেকে ২০তম স্থান অধিকারী পাবে : দেড় হাজার পাউন্ড।

> তৃতীয় বিভাগ : ১৫ পারা হেফজ
১ম-১৫তম স্থান অধিকারী পাবে : দেড় হাজার পাউন্ড।

> চতুর্থ বিভাগ : সাড়ে ৭ পারা হেফজ
১ম-১৫তম স্থান অধিকারী পাবে : দেড় হাজার পাউন্ড।

প্রতিবন্ধীদের জন্য কুরআন প্রতিযোগিতা পুরস্কার : ৬৫,৫০০ পাউন্ড
> প্রথম বিভাগ : অর্থসহ সম্পূর্ণ কুরআন হেফজ
১ম স্থান অধিকারী পাবে : ৪ হাজার পাউন্ড।
২য়-৮ম স্থান অধিকারী পাবে : ৩ হাজার পাউন্ড।
৯ম-১৪তম স্থান অধিকারী পাবে : আড়াই হাজার পাউন্ড।
১৫তম-১৮তম স্থান অধিকারী পাবে : ২ হাজার পাউন্ড।
১৯তম-২২তম স্থান অধিকারী পাবে দেড় হাজার পাউন্ড।

> দ্বিতীয় বিভাগ : ১৫ পারা কুরআন হেফজ
১ম স্থান অধিকারী পাবে : ২ হাজার পাউন্ড।

> তৃতীয় বিভাগ : তিন পারা কুরআন হেফজ (২৮, ২৯ এবং ৩০ পারা)
১ম-৩য় স্থান অধিকারী পাবে : দেড় হাজার পাউন্ড।
৪র্থ-৮ম স্থান অধিকারী পাবে : ১ হাজার পাউন্ড।

আরও খবর