পায়ুপথে ইয়াবাসহ টেকনাফের ফরিদ আটক

ডেস্ক রিপোর্ট – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮শ’ পিস ইয়াবাসহ ফরিদ আহমদ (২৫) নামের এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয়। ফরিদ কক্সবাজারের টেকনাফের সাবরাং লেজিরপাড়ার রহমত উল্লাহর ছেলে।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, দুপুর পৌনে ২টার দিকে ফরিদ ইউএস বাংলা এয়ারলাইন্সে কক্সবাজার থেকে ঢাকায় আসেন। গোপন তথ্যে অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদে ইয়াবার বিষয়ে অস্বীকার করেন তিনি। পরে পাকস্থলি এক্স-রে করে ইয়াবার সন্ধান পাওয়া যায়। এরপর পায়ুপথ থেকে ৮শ’ পিস ইয়াবা পাওয়া যায়। যার মূল্য দুই লাখ চল্লিশ হাজার টাকা। ফরিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও খবর