ইনিই তাহলে কাটারমাস্টারের বউ!

ডেস্ক রিপোর্ট  : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সামিয়া পারভীন শিমুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বেলা তিনটায় সাতক্ষীরার দেবহাটার হাদিপুরে এই বিয়ে অনুষ্ঠিত হয়।

বিয়ে নিয়ে মুস্তাফিজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। তবে তার বড় ভাই মাহফুজুর রহমান মিঠু সবার কাছে মুস্তাফিজ-সামিয়া দম্পত্তির জন্য দোয়া চেয়েছেন।

দেবহাটার হাদিপুর গ্রামের রওনাকুল ইসলাম বাবুর একছেলে ও চারমেয়ের মধ্যে সামিয়া তৃতীয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিষয় নিয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে লেখাপড়া করছেন। বেলা পৌনে তিনটার দিকে বাবা-মা, ভাই ও বন্ধু-বান্ধবসহ ৩০/৩২ জন বরযাত্রী নিয়ে হাদিপুরে কনের বাড়িতে আসেন মুস্তাফিজ।

শেরওয়ানী পরা থাকলেও পাগড়ি পরেননি মুস্তাফিজ। সাতক্ষীরা অঞ্চলের বিয়ের রীতি অনুযায়ী, তাকে কোলে করে বিয়ের আসনে নিয়ে যেতে চাইলে তিনি কোলে উঠতে অস্বীকৃতি জানান। পায়ে হেটেই বিয়ের মঞ্চে বসেন তিনি। পাঁচ লাখ এক টাকা দেনমোহরে মুস্তাফিজ ও সামিয়ার বিয়ে হয়।

আরও খবর