মাদককে না বলতে উখিয়ায় ব্যতিক্রমী আয়োজন

আবদুল্লাহ আল আজিজ :

কক্সবাজারের উখিয়ায় “মাদককে না বলি চলো মাঠে খেলি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলার সচেতন যুবকদের উদ্যোগে দিন ব্যাপি খেলাধুলার আয়োজন করা হয়।

শুক্রবার ২২ মার্চ রাজাপালং দক্ষিণ পুকুরিয়া জামতলীতে স্থানীয় যুবক মনজুর আলম হিরো, আবদুল্লাহ আল মামুন,আনোয়ার শামিম, ইমরান নাজির, হারুন, সুজন, রানা ও আয়াজের উদ্যোগে দিনব্যাপি খেলাধুলার মধ্যে ফুটবল, ক্রিকেট, লংজাম্প, দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপজেলা বিকাশের ইনচার্জ ও কোটবাজার পাওয়ার জিম সেন্টারের সত্বধিকারী আবদুল্লাহ আল মামুন ব্যতিক্রমী এ আয়োজন নিয়ে বলেন, কেবল মাত্র খেলাধুলা পারে মাদকমুক্ত সমাজ গড়তে। সমাজ থেকে মাদকমুক্ত করতে হলে যুবকদের বেশি বেশি খেলাধুলায় মনোনিবেশ করাতে হবে।

তিনি বলেন, খেলার মাধ্যমে মাদককে না বলতে হবে। যারা মাদক কেনা-বেচা করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। দেশকে মাদকমুক্ত করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে দেশ থেকে মাদক নির্মূল করতে হবে। এ জন্য সকল শিক্ষার্থীর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা দরকার। মাদক কে না বলতে আমরা ব্যতিক্রমী এ আয়োজনের মাধ্যমে খেলার আয়োজন করি।

খেলাধুলায় মনোনিবেশ মাদক মুক্ত পরিবেশ’ এই স্লোগানে খেলা শেষে আয়োজক কমিটি চ্যাম্পিয়ন দলকে একটি ষাড় এবং রানার্সআপ দলকে একটি খাসি ছাগল প্রদান করা হয়। ওই এলাকার হাজারো ক্রিড়ামোদী দর্শক এ ফাইনাল খেলা উপভোগ করেন।

খেলাধুলায় মনোনিবেশ মাদক মুক্ত পরিবেশ’ এই স্লোগানে খেলা শেষে আয়োজক কমিটি স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিজয়ী দল এবং খেলায় অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান করা হয়। ওই এলাকার শত শত ক্রিড়ামোদী দর্শক এ ফাইনাল খেলা উপভোগ করেন।

আরও খবর