ভাসানচরে পুনর্বাসনকে স্বাগত জানালো ইউএনএইচসিআর

ডেস্ক রিপোর্ট – জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার ( ইউএনএইচসিআর) সুরক্ষা বিষয়ক সহকারী হাইকমিশনার ভলকার টার্ক বলেছেন, রোহিঙ্গাদের ভাসানচরে পুনর্বাসনে বাংলাদেশের নেওয়া সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তবে সেখানে পুনর্বাসন প্রক্রিয়া স্বেচ্ছায় হতে হবে।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

বাংলাদেশে চারদিন সফর শেষে ইউএনএইচসিআর-এর সহকারী হাইকমিশনার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন ইউএনএইচসিআর-এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর স্টিভেন করলেস। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ভলকার টার্ক বলেন, কক্সবাজারে রোহিঙ্গাদের ক্যাম্পে এখন খুবই ঘনবসতিপূর্ণ। সে কারণে রোহিঙ্গাদের ভাসানচরে পুনর্বাসনে বাংলাদেশের নেওয়া সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তবে সেখানে পুনর্বাসন প্রক্রিয়া স্বেচ্ছায় হতে হবে। 

রোহিঙ্গা ক্যাম্পে বেসরকারি সংস্থার অফিস পরিচালনা ব্যয় বেশি হচ্ছে কি-না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য অর্থ ব্যয়ে আমরা খুবই স্বচ্ছ। এটা আমরা খুব শক্তভাবেই পরিচালনা করি। 

তিনি বলেন, আমি ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি। তারা রাখাইনে ফিরে যেতে চান। তবে তাদের সেখানে নিরপত্তা নিশ্চিত করতে হবে। 

এক প্রশ্নের উত্তরে সহকারী হাইকমিশনার বলেন, উত্তর রাখাইনে ইউএনএইচসিআর- এর প্রবেশাধিকার নেই। তবে আমরা এ নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।

আরও খবর