গ্যাস সিলিন্ডার প্রতীকের বিজয়ে পৌর আওয়ামীলীগ বদ্ধপরিকর

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল :

ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী রাসেল আহম্মেদ নোবেল’র মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক উজ্জ্বল কর।

কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে গ্যাস সিলিন্ডার প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী তরুণ প্রজন্মের প্রিয়নেতা ও বিশিষ্ট সমাজসেবক কাজী রাসেল আহম্মদ নোবেলকে বিজয় করার লক্ষ্যে পৌর আওয়ামীলীগের সাথে মতবিনিময় সভা করেছেন প্রার্থীর বড়ভাই জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহম্মেদ শামীম।

২১ মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৪ টার দিকে পর্যটন এলাকার কলাতলীর প্রার্থী কাজী রাসেল’র ক্রাব ক্যাফে কাজী মোস্তাক আহম্মেদ শামীমের সভাপতিত্বে ও পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মোর্শেদ আহম্মদ বাবুর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক উজ্জ্বল কর।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আশিফুল মাওলা, সেলিম নেওয়াজ ও ডা. পরিমল কান্দি দাশ, পৌরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মোর্শেদ আহম্মদ বাবু, সাংগঠনিক সম্পাদক হাসান মেহেদী রহমান, পৌর আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান ও সুভদত্ত বড়–য়া, প্রার্থী কাজী রাসেল আহম্মদ নোবেল, পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সভাপতি আতিক উল্লাহ কোম্পানি, সাধারন সম্পাদক আহমদ উল্লাহ, ২নং ওয়ার্ডের সভাপতি আজিমুল হক আজিম, ৫নং ওয়ার্ডের সাধারন সম্পাদক হাবিব উল্লাহ, ৬নং ওয়ার্ডের সভাপতি জহিরুল কাদের ভুট্টো, ৭নং ওয়ার্ডের সভাপতি জাফর আলম, ৮নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মে. রুবেল, ৯নং ওয়ার্ডের সভাপতি মিজবাহ উদ্দীন কবির, ১১নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আব্দুল মজিদ সুমন প্রমূখ।

মতবিনিময় সভায় পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, এ বারে সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাঁরা প্রতিদ্ধন্ধিতা করেছেন সবদিক দিয়ে কাজী রাসেলই সবার চেয়ে যোগ্যতা সম্পন্ন। তিনি একজন আওয়ামী পরিবারের সন্তান। তাঁর পিতা মরহুম তোফাইল আহম্মেদ তৎকালীন সময়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক ছিলেন।

পৌর এলাকার প্রতিটি নেতাকর্মীরা গ্যাস সিলিন্ডার প্রতীকের প্রার্থী কাজী রাসেলকে বিজয় করার লক্ষ্যে একেক জন রাসেল হয়ে কাজ করার বদ্ধ হন। আমরা চাই তরুণ প্রার্থীরাই এগিয়ে আসুক।

আরও খবর