একটি আয়নাকে ঘিরেই গোটা বিশ্বে শোরগোল পড়ে গেছে। কারণও আছে, এটা যে টাইটানিক জাহাজের অন্যতম নাবিক এডওয়ার্ড জন স্মিথের আয়না! এটির বয়স প্রায় ১১০ বছর।
পৃথিবীর ইতিহাসে এক কালো দিন ছিল ১৯১২ সালের ১৪ এপ্রিল। এই দিনই মাঝ সমুদ্রে হিমশৈলের চূড়ায় ধাক্কা মারে টাইটানিক। তার পরের ঘটনা সবারই জানা। তবে এডওয়ার্ড জন স্মিথ নামক এই নাবিকের কথা অনেকেরই অজানা। নিলামের সূত্র ধরে এখন যখন তার নাম বাতাসে ভেসে বেড়াচ্ছে।
টাইটানিকের এ নাবিকের ব্যবহৃত আয়না নিলামে উঠতে চলেছে। এই আয়নার নিলামে বিপুল দর ওঠার কারণ সম্পূর্ণ অন্য। আয়নার ব্যবহারকারীদের দাবি, মাঝেমধ্যেই আয়নায় মালিকের মুখ ভেসে ওঠে। সেটিই আয়নাটির প্রধান ইউএসপি।
নিলামকারী সংস্থা জানিয়েছে, আয়নাটির ন্যূনতম দাম সংস্থা রেখেছে বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ ৮৬ হাজার ৬০০ টাকা। কারণ টাইটানিক নিয়ে মানুষের উৎসাহ আজও চূড়ান্ত। চলতি বছরের ডিসেম্বরে নিলাম হবে আয়নাটির।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-