ডেস্ক রিপোর্ট – নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৫ ভরি স্বর্ণ ও ১২ লাখ টাকা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে পালিয়ে গেছেন যুক্তরাষ্ট্র প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন তার ভাই মেহেদী হাসান।
পলাতক নাজমুন নাহার উপজেলার ৩নং ওয়ার্ডের একরামুল হকের মেয়ে ও যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর ফারুক মুরাদের স্ত্রী।
মেহেদী হাসান বলেন, আমার বোন ৩৫ ভরি স্বর্ণ ও ১২ লাখ টাকা নিয়ে চাচাতো ভাই শেখ ফরিদের সঙ্গে পালিয়ে যায়। ওর শ্বশুর বাড়ি থেকে খবর পেয়ে আমরা অনেক খুঁজেছি। না পেয়ে থানায় জিডি করেছি।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, পলাতক প্রবাসীর স্ত্রী ও তার চাচাতো ভাইকে খুঁজছে পুলিশ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-