টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে পাহাড়ে বন্য হাতির আক্রমণে মো: করিম উল্লাহ (২২) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক, হ্নীলা আলীখালি রোহিঙ্গা শিবিরের ডি বল্কের ছলিম উল্লাহর ছেলে।
বুধবার (২০ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে আলীখালি রোহিঙ্গা শিবিরের পাশে পাহাড়ে লাড়কি আনতে গেলে হাতির আক্রমণে তার মৃত্যু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, বুধবার বিকালে ওই রোহিঙ্গা, শিবিরের পাশে পাহাড়ে লাকড়ি আনতে যায়। এ সময় আকস্মিক একটি বন্য হাতির সামনে পড়ে গেলে আক্রমণে তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে পুলিশ।
এ প্রসঙ্গে টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা শিবির পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো: জাহাঙ্গীর জানান, পাহাড়ে লাকড়ি আনতে গিয়ে হাতির আক্রমণে এক রোহিঙ্গার মৃত্যুর হয়েছে। লাশটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-