স্টিলের পাইপের করে ২৪ হাজার ইয়াবা পাচার : আটক-২

কক্সবাজার জার্নাল ডটকম :

কক্সবাজারের টেকনাফে স্টিলের পাইপের ভেতরে করে অভিনব কায়দায় ২৪ হাজার ৩০০ পিস ইয়াবা পাচারকালে জসিম উদ্দিন (৩৪) ও মোশারফ হোসেন (৩৩) নামে দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২০ মার্চ) সকালে টেকনাফ বিজিবি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক জসিম গাজীপুরের জয়দেবপুর কলমেশ্বর এলাকার মুকুল আহমেদের ছেলে ও মোশারফ ফেনী সদরের চিলনিয়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

র‌্যাব-১৫ ব্যাটালিয়ানের টেকনাফ ক্যাম্পের ইনচার্জ মির্জা শাহেদ মাহতাব জানান, টেকনাফ বিজিবি ক্যাম্প রোড দিয়ে ইয়াবা পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সকালে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় স্টিলের চারটি পাইপের ভেতরে করে অভিনব কায়দায় ইয়াবা পাচার করার সময় হাতেনাতে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। পরে ওই পাইপের ভেতর থেকে ২৪ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আরও খবর