রোহিঙ্গা শিবিরে আগুন: ২০ ঘর পুড়ে ছাই

টেকনাফ প্রতিনিধি :

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ২০টি ঘর পুড়ে গেছে। বুধবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

লেদা রোহিঙ্গা শিবির কমিটির চেয়ারম্যান আবদুল মতলব জানান, খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। তবে তার আগেই ঘরগুলো আগুনে পুড়ে ছাঁই যায়।

তিনি বলেন, বুধবার সকালে লেদার স্থানীয় এক ব্যক্তির জমিতে গড়ে ওঠা রোহিঙ্গা শিবিরের এইচ ব্লকে এক রোহিঙ্গা নারীর ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় রোহিঙ্গা শিবিরের লোকজন পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এটি মিয়ানমার থেকে পালিয়ে আসা সদ্য অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ঝুপড়ি ঘর ছিল, সেগুলোও পুড়ে গেছে। ক্যাম্পের অন্যান্যের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তা না হলে বড় ধরনের বিপদ ঘটতে পারতো।

স্থানীয় রোহিঙ্গারা জানান, সকালে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগনের সূত্রপাত হয়। প্রথমে হাসিনা বেগমের ঘরে আগুন লাগে। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘরে থাকা চালসহ পণ্য-সামগ্রী পুড়ে গেছে।

টেকনাফ নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর জানান, ‘লেদা রোহিঙ্গা শিবিরের পাশে আবদুল সালাম নামে এক স্থানীয় জমিতে আশ্রিত রোহিঙ্গাদের ঘর থেকে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। তবে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস পাঠানো হয়। ঘটনাস্থল পরিদর্শন করছি।

আরও খবর