সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল
কক্সবাজার সদরের ভারুয়াখালীতে গণসংযোগ ও পথসভা ও নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন গ্যাস সিলিন্ডার প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক কাজী রাসেল আহম্মদ নোবেল।
১৯ মার্চ (মঙ্গলবার) ভারুয়াখালী ইউনিয়নের বিভিন্ন স্টেশন ও পাড়া-মহল্লার গণসংযোগ ও পথসভা করেছেন তিনি। এসময় গ্যাস সিলিন্ডার মার্কায় বিভিন্ন পেশার মানুষের ব্যাপক সাড়া পেয়েছেন। এদিকে সন্ধ্যা ৭ টার দিকে ভারুয়াখালী বাজারে গ্যাস সিলিন্ডার মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন প্রার্থী কাজী রাসেলর বড়ভাই কক্সবাজার জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহাম্মদ শামিম।
পথসভায় গ্যাস সিলিন্ডার মার্কার প্রার্থী কাজী রাসেল আহম্মদ (নোবেল) বলেন, বাড়তি প্রতিশ্রুতি নয়, জনগণের অধিকার বাস্তবায়ন করা আমার মূল লক্ষ্য। আমি শাসক হতে চাই না, আমি আপনাদের সেবক হতে চাই।
তিনি আরও বলেন, আমি আহামরি কোন বিত্তবান পরিবারের সন্তান নই, তেমন ধন সম্পদের মালিকও নই। তবে আমার আছে দূর্ণীতি না করার মতো সৎ সাহস এবং লোভ নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা। আমাকে যদি আপনাদের দৃষ্টিতে অন্যান্য প্রার্থীদের চেয়ে যোগ্যতা সম্পন্ন মনে হয়, আমার প্রতীক গ্যাস সিলিন্ডার মার্কায় একটি করে ভোট দিন। আমি আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-